সমগ্র বাংলাদেশ

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

Byলক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইদুর রহমান গাজী মঙ্গলবার এ রায় দেন।

এছাড়া পলাতক আসামি জসিম উদ্দিনকে আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে।

জসিম লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব জামিরতলী গ্রামের আব্দুর রহিমের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আবুল কালাম জানান, ২০০১ সালের ৩০ এপ্রিল রাতে জসিম নিজের বাড়িতে স্ত্রী ফাতেমা বেগমকে হত্যা করে লাশ প্লাস্টিকের বস্তায় পাশের একটি ডোবায় লুকিয়ে রাখেন।

পরদিন লাশ উদ্ধারের পর ফাতেমার ভাই ছফি আহম্মদ লক্ষ্মীপুর সদর থানায় জসিম উদ্দিনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান ওই বছরই ১ ডিসেম্বব আদালতে অভিযোগপত্র দেন।

আইনজীবী কালাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে ১৬ বছর পর বিচারক সাইদুর রহমান গাজী জসিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

SCROLL FOR NEXT