সমগ্র বাংলাদেশ

নোয়াখালীতে অস্ত্রসহ ৫ `জলদস্যু’ আটক

Byলক্ষ্মীপুর প্রতিনিধি

র্যা ব ১১ নারায়ণগঞ্জের সিইও লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাছান মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুরের শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- হাতিয়ার আমির, ফরহাদ, ভোলার বেলায়েত, রিয়াজ এবং কুতুবদিয়ার বাসু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আট মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ‘কালাম বাহিনীর’ কালাম চৌধুরীসহ কয়েকটি জলদস্যু বাহিনী জেলেদের অপহরণ, খুন, চাঁদাবাজিসহ মেঘনার মোহনা ও বঙ্গোপসাগরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

গত এক মাসে বঙ্গোপসাগরে এই কালাম বাহিনী নিজ দলের দুই সদস্যকে খুন করে লাশ গুম করেছে, মাছ ধরার ট্রলার ছিনতাই করেছে এবং অনেক জেলেকে অপহরণ করে অন্তত ২০ লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে। 

কালাম বাহিনীকে ধরতে র্যা বের প্রায় ১০০ জন সদস্য তিন স্তরে লক্ষ্মীপুরের টাংকির চর এবং নোয়াখালীর হাতিয়ার নলেরচরে প্রায় দুই মাস ধরে অভিযান চালিয়ে আসছিল।

কর্নেল কামরুল বলেন, মঙ্গলবার ভোরে হাতিয়ার নলেরচর আদর্শ গ্রামে কালাম ও তার বাহিনীর সদস্যদের অবস্থানের গোপন খবর পেয়ে র্যা ব অভিযান চালায়।

“এ সময় কালাম বাহিনীর পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করতে পারলেও কালামসহ কয়েকজন পালিয়ে যায়।

“তাদের কাছ সাতটি একনলা বন্দুক, ২৩ রাউন্ড কার্তুজ, ২৩টি রকেট ফ্লেয়িার, একটি বন্দুকের সামনের অংশ উদ্ধার করা হয়।”

আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে নোয়াখালীর হাতিয়া থানায় দুটি পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে র্যা বের এ কর্মকর্তা জানান।

SCROLL FOR NEXT