সমগ্র বাংলাদেশ

ঝালকাঠিতে লঞ্চে আগুন: ঘটনা তদন্তে কমিটি

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বুধবার পুড়ে যাওয়া লঞ্চটি পরির্দশন শেষে বরিশাল রেঞ্জের ডিআইজি মারুফ হাসান সাংবাদিকদের এ কথা জানান।

ঝালকাঠির নলছিটিতে নির্মাণাধীন তিনতলা একটি লঞ্চে মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে; যাকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছে মালিকপক্ষ।

আগুনে ওয়াটার বাস অ্যাডভেঞ্চার-৬ নামের লঞ্চটির ভারী লোহার অবকাঠামো ছাড়া সব পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ডিআইজি মারুফ বলেন, “নাশকতা না অন্য কোনো কারণে আগুন লেগেছে তা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহামুদ হাসানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। তাদের দ্রুত প্রতিবেদন জমা দিতেও বলেছি।”

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তদন্ত কমিটির অন্য সদস্যদের নামও জানাননি তিনি।

আগুনের ঘটনায় ১০ থেকে ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করে লঞ্চ মালিক নিজাম উদ্দিন মৃধা বলেন, দুর্বৃত্তরা লঞ্চটি পরিকল্পিতভাবে পুড়িয়ে ফেলেছে। নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

SCROLL FOR NEXT