সমগ্র বাংলাদেশ

খাগড়াছড়িতে রোববার বাঙালি ছাত্র পরিষদের হরতাল

Byখাগড়াছড়ি প্রতিনিধি

শুক্রবার খাগড়াছড়ি শহরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারন সম্পাদক এস এম মাসুম রানা।

এদিকে, হরতালের ঘোষণার পর ছাদিকুল হত্যায় দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

গত ১০ এপ্রিল ছাদিকুল ইসলাম নিখোঁজ হন। পরে রাঙামাটির নানিয়াচর থেতে তার লাশ উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. মাঈন উদ্দীন।

তিনি বলেন, পাহাড়ের সাধারণ মানুষ চাঁদাবাজির কারণে অতিষ্ট । তিন পার্বত্য জেলার সকল সড়কে চাঁদার টোকেন দিয়ে যানবাহন চলাচল করতে হয় ।

সম্পাদক এস এম মাসুম বলেন, “ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) আঞ্চলিক সংগঠন গুলোর অপহরণ, খুন, গুম,অব্যাহত চাঁদাবাজির প্রতিবাদ ও পার্বত্য চট্টগ্রামে স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবিতে রোববার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, সহ সাংগঠনিক পারভেজ আলম, দপ্তর সম্পাদক মৃদুল বড়ুয়া, প্রচার সম্পাদক শাহীন আলম, পৌর সভাপতি মো রাশেদুল ইসলাম প্রমুখ।

সাদেকুল হত্যা মামলার আটক ২

সাদেকুল হত্যা মামলার দুইজনকে শুক্রবার বিকালে আটক করেছে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ।

এরা হলেন চিরঞ্জিত চাকমা ও কৃষ্ণ বিকাশ চাকমা। তাদের বাড়ি নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে।

কোতোয়ালি থানার ওসি মো. আব্দুর রশীদ বলেন, গোপন সংবাদে সদর উপজেলার সাপছড়ি থেকে ওই দুজনকে আটক করা হয়।

“দুজন ছাদেকুল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।”

SCROLL FOR NEXT