সমগ্র বাংলাদেশ

ফেনসিডিল মামলায় পুলিশ কনস্টেবলের কারাদণ্ড

Byনাটোর প্রতিনিধি

বুধবার জেলা ও দায়রা জজ রেজাউল করিম এই রায় দেন।

দণ্ডিত ইফতেখার রহমান (৩৩) রাজশাহী মহানগর পুলিশের কনস্টেবল ছিলেন। তিনি লালমনিরহাট সদরের আদর্শপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। 

২০১১ সালের ২৮ নভেম্বর ইফতেখার রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন নাটোর থানায় মামলা দায়ের করেন।

মামলার নথি থেকে জানা যায়, ইফতেখার ন্যাশনাল পরিবহনের একটি বাসে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে নাটোরের বনবেলঘরিয়া এলাকায় বাসটি থামিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ইফতেখারকে আটক করেন।

নাটোর আদালতের পিপি সিরাজুল ইসলাম জানান, পাঁচমাস হাজতবাসের পর ইফতেখার জামিন পান। হাজতে থাকাকালে পুলিশ সদরদপ্তর তাকে চাকরিচ্যুত করে।

সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে পিপি সিরাজুল জানান।

আসামির আইনজীবী আতিকুল্লাহ বিশ্বাস আপিল করবেন বলে জানান।

SCROLL FOR NEXT