সমগ্র বাংলাদেশ

এটিএমে গেলেন টাকা তুলতে, মিলল লাশ

Byগাজীপুর প্রতিনিধি

চন্দ্রা এলাকায় শুক্রবার সকাল ৮টার দিকে জনসম্মুখেই তাকে একটি মাইক্রোবাস থেকে ফেলে দেওয়া হয় বলে জানান সালনা হাইওয়ে থানার এএসআই মো. আশরাফুজ্জামান।

নিহত ফাইজুল ইসলাম (৪০) রংপুর সদর উপজেলার উত্তর খালিয়া গ্রামের আছিম উদ্দিনের ছেলে।

এএসআই আশরাফুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে একটি মাইক্রোবাস থেকে ফাইজুলকে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা তাকে পুলিশের কাছে নিয়ে আসে। পুলিশ তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল আর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সের চিকিৎসক ইয়াছমিন।

ফাইজুল কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ মোল্লাপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় ইন্টারস্টপ অ্যাপারেলস কারখানায় চাকরি করতেন।

নিহত ফাইজুলের ভাই বাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে চন্দ্রায় একটি বুথে টাকা তুলতে যান ফাইজুল। এরপর তার সঙ্গে থাকা মোবাইল ফোনের কললিস্ট থেকে নম্বর সংগ্রহ করে আমাকে কালিয়াকৈর থানার পুলিশ খবর দেয়।”

পুলিশ মাইক্রোবাসটি আটক করতে পারেনি।

SCROLL FOR NEXT