সমগ্র বাংলাদেশ

বরিশাল সিটি করপোরেশনের ৬ কাউন্সিলর বরখাস্ত

Byবরিশাল প্রতিনিধি
উপরে বাম থেকে জিয়া উদ্দিন শিকদার, মীর জাহিদুল কবীর ও সৈয়দ আকবর হোসেন এবং নিচে বাম থেকে ফিরোজ আহম্মেদ, ফরিদ উদ্দিন আহম্মেদ ও হারুন অর রশিদ

মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের আদেশটি হাতে পাওয়ার কথা নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান।

বরখাস্ত হওয়া কাউন্সিলররা হলেন ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দ আকবর হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের হারুন অর রশিদ, ১৮ নম্বর ওয়ার্ডের মীর এ কে এম জাহিদুল কবীর, ২৪ নম্বর ওয়ার্ডের ফিরোজ আহম্মেদ, ২৫ নম্বর ওয়ার্ডের জিয়াউদ্দিন সিকদার ও ২৬ নম্বর ওয়ার্ডের ফরিদ উদ্দিন আহম্মেদ।

এদের মধ্যে জিয়া উদ্দিন বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, ফিরোজ আহম্মেদ সহসভাপতি, আকবর হোসেন ও জাহিদুল কবীর যুগ্ম সম্পাদক, ফরিদ উদ্দিন কৃষি বিষয়ক সম্পাদক ও হারুন অর রশিদ সদস্য।

তাদের বিরুদ্ধে দায়ের নাশকতাসহ বিভিন্ন মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় মন্ত্রণালয় বরখাস্তের আদেশ দিয়েছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা ।

ওয়াহিদুজ্জামান বলেন, সিটি করপোরেশন আইনের ২০০৯ এর ১২ এর ১ উপধারায় উল্লেখ আছে যাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে তাদেরকে সাময়িক বরখাস্ত করা যাবে।

“এই ধারা অনুযায়ী ছয় কাউন্সিলরের বিরুদ্ধে থাকার মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে।”

SCROLL FOR NEXT