সমগ্র বাংলাদেশ

জনগণকে খুশি করার এজেন্ডা হাতে নিন: কাদের

Byগাজীপুর প্রতিনিধি

গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে শুক্রবার বিকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

“আপনি যাদের জন্য রাজনীতি করেন, তাদের খুশি করতে হবে। ভোটারদের খুশি করতে হবে। আমাকে খুশি করে লাভ নেই।

“আপনারা ছবি প্রদর্শনের চেয়ে একটু কাজে মনোযোগী হউন। নেতাদের খুশি না করে, জনগণকে খুশি করার এজেন্ডা হাতে নিন।”

দলে জনপ্রিয়দের অগ্রাধিকারের কথা জানিয়ে তিনি বলেন, “ভোটার যদি আপনাকে চায়, আমি আপনাকে অগ্রাহ্য করতে পারব না। আমি যদি আমার পার্টিকে ভালোবাসি, জনপ্রিয় ব্যক্তিকে আমার অগ্রাধিকার দিতেই হবে।”

একজন রাজনীতিবীদের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, দলের মহানগর সভাপতি আজমত উল্লাহ খান, জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ প্রমুখ।

শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, কোনো অবস্থাতেই মনোবল হারাবে না, কোনো অবস্থাতেই নিজেকে দুর্বল ভাববে না। চেষ্টা করবে, লড়াই করবে, সাফল্য একদিন আসবেই।

পরে তিনি তিনশ মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির দুই কোটি ২৫ লাখ টাকার চেক ও ল্যাপটপ বিতরণ করেন।

অনুষ্ঠানে গাজীপুর নগরীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

SCROLL FOR NEXT