সমগ্র বাংলাদেশ

খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

Byখাগড়াছড়ি প্রতিনিধি

অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এটিএম কাউসার সোমবার রাতে গুইমারা উপজেলা কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী উশোপ্রু মারমা আনারস ৬৮৯৫ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেমং মারমা ৫৭৬৯ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে পূর্ণকান্তি ত্রিপুরা (ধানের শীষ) প্রতীকে ৩৮৫৫ ভোট ও নারী ভাইস চেয়ারম্যান পদে (নৌকা প্রতীক) ঝর্ণা ত্রিপুরা ৮১৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

গুইমারা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৯২জন। এতে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুই জন ভোটের লড়াইয়ে ছিলেন।

২০১৪ সালে নিকারের বৈঠকে গুইমারাকে উপজেলা করার সিদ্ধান্ত হয়। এরপর এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হল।

SCROLL FOR NEXT