সমগ্র বাংলাদেশ

উৎপাদনে ফিরেছে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট

Byব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শুক্রবার বিকালে তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএসএম সাজ্জাদুর রহমান এ কথা জানান।

“বিকাল সাড়ে ৪টার দিকে ৫০ মেগাওয়াটের টিএসকে ইউনিট ও ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টে উৎপাদন শুরু হয়েছে।”

শুক্রবার সকাল ৭টার দিকে আগুন লেগে কেন্দ্রটির ৫০ মেগাওয়াটের টিএসকে ইউনিট, ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ও ১৫০ মেগাওয়াটের একটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়।

বন্ধ থাকা অপর ইউনিটটি উৎপাদনে ফিরতে প্রকৌশলীরা কাজ করছেন বলে জানিয়েছেন কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর।

SCROLL FOR NEXT