সমগ্র বাংলাদেশ

সীমান্তে বিএসএফের নির্যাতনে যুবক নিহত

Byচুয়াডাঙ্গা প্রতিনিধি

শনিবার ভোরে সীমান্তের ৮৬ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতের হুদাপাড়া এলাকায় বিএসএফ সদস্যরা তাকে নির্যাতন করে ফেলে যায় বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আমির মজিদ।

নিহত ছেলে বকুল মন্ডল (২৮) উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত সদর উদ্দীনের ছেলে।

বিজিবি কর্মকর্তা আমির মজিদ বলেন, শনিবার ভোরের দিকে বকুল মণ্ডলসহ ৪/৫ জন গরু আনার জন্য চাকুলিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। এ সময় হুদাপাড়া সীমান্তে দায়িত্বরত বিএসএফ সদস্যরা বকুলকে আটক করলে অন্যরা বাংলাদেশে পালিয়ে আসে।

বকুলের ভাই শফিকুল ইসলাম বলেন, ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে তার ভাই। নির্যাতনের পর বিএসএফ সদস্যরা তাকে সীমান্তের ৮৬ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতের হুদাপাড়া এলাকায় ফেলে রেখে যায়। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে।

“নিয়ে আসার পর তাকে দামুড়হুদার একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।

SCROLL FOR NEXT