সমগ্র বাংলাদেশ

সীমান্ত থেকে রোহিঙ্গা বহনকারী ১১ নৌকা ফেরত

Byকক্সবাজার প্রতিনিধি
(ফাইল ছবি)
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

শনিবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত পাঁচটি পয়েন্টে এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার ঘটনার পর দেশটির সেনাবাহিনীর অভিযান শুরু হয়। এরপর থেকে জীবন বাঁচাতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আবুজার বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের বহনকারী ১১টি নৌকা নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহল দল তাদের মিয়ানমারে পাঠিয়েছে।

প্রতি নৌকায় ১০ থেকে ১৫ জন করে অন্তত ১১০ জনের মতো রোহিঙ্গা ছিল বলে জানান তিনি।

SCROLL FOR NEXT