সমগ্র বাংলাদেশ

পিকআপ চাপায় শ্রমিক নিহত, সহকর্মীদের মহাসড়ক অবরোধ

Byগাজীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় বলে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম জানান।

নিহত মোমেনা (৩৮) বড়বাড়ি এলাকার ডডি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

আহতদের টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই সালাম বলেন, সন্ধ্যা ৭টার দিকে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান তিন নারী শ্রমিককে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোমেনাকে মৃত ঘোষণা করেন।

“এ খবর ছড়িয়ে পড়লে তাদের সহকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক লেন অবরোধ করেপিক-আপটি আটক করে আগুন ধরিয়ে দেয়।”

এতে ওই লেনে যানবাহন চলাচল বন্ধ হয়েদীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে জানান তিনি।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস, গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ও নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিক-আপের আগুন নেভায় এবং রাত সাড়ে ৮টার দিকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে বলে জানান এসআই সালাম।

SCROLL FOR NEXT