সমগ্র বাংলাদেশ

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর খবরে সড়ক অবরোধ

Byগাজীপুর প্রতিনিধি

রোববার সকাল ৮টার দিকে কোনাবাড়ির এ ঘটনায় দীর্ঘ যানজট সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

সালনা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার বলেন, সকাল ৮টার দিকে কোনাবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় পোশাক কারখানার এক নারী শ্রমিক আহত হন।

“এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।”

এ সময় মন্টি (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু গুজব ছড়িয়ে পড়ে বলে জানান ওসি হোসেন।

তিনি বলেন, গুজব ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ওই কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং মহাসড়কের উপর পুরনো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে।

“এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়। পুলিশ সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল শুরু করে।”

সকাল সাড়ে ৯টার দিকেও ওই এলাকায় গাড়ির চাপ দেখা গেছে বলে তিনি জানান।

SCROLL FOR NEXT