সমগ্র বাংলাদেশ

দশ টাকার চাল কালোবাজারে, ডিলারশিপ বাতিল

Byজামালপুর প্রতিনিধি
চালসহ আটক নসিমন চালক রফিকুল ও নজরুল
চালসহ আটক নসিমন চালক রফিকুল ও নজরুল

চালসহ আটক নসিমন চালক রফিকুল ও নজরুল

এছাড়া চালের বস্তাসহ আটক দুই নসিমন চালককে ভ্রাম্যমাণ আদালতে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার সদর উপজেলার মেস্টা ইউনিয়নের হাজীপুর বাজারে এ ঘটনা ঘটে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাসেল সাবরিন জানান, হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য তোলা ৫০ কেজি ওজনের ৯৪ বস্তা চাল কালোবাজারে বিক্রি করেছেন ডিলার আশরাফ ফারুকী রুকন।

“সকালে হাজীপুর বাজারে তার গুদাম থেকে নসিমনে তোলার সময় চালের বস্তাসহ দুই নসিমন চালককে আটক করা হয়েছে। ওই সময় ডিলার আশরাফ ফারুকী রুকন পালিয়ে যায়।”

হতদরিদ্রদের মাঝে বিক্রির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ওই ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে; তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এডিসি (জেনারেল) রাসেল সাবরিন।

জামালপুরের আরডিসি জ্যোতিশ্বর পাল জানান, পলাতক ডিলারের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে নিয়মিত মামলা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নসিমন চালক রফিকুল ও নজরুলকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।  

SCROLL FOR NEXT