সমগ্র বাংলাদেশ

বরিশালে সাংবাদিক মনির হত্যায় বাবা-ছেলের মৃত্যুদণ্ড

Byবরিশাল প্রতিনিধি
দণ্ডিত রাসেল রাঢ়ী ও আলাউদ্দিন রাঢ়ী (বাম থেকে প্রথম ও দ্বিতীয়)

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুদীপ্ত দাস এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আলাউদ্দিন রাঢ়ী ও তার ছেলে রাসেল রাঢ়ী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন কাবুল বলেন, আলাউদ্দিন ও তার ছেলে রাসেলকে মৃত্যুদণ্ড ছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক সুদীপ্ত দাস।

এছাড়া আলাউদ্দিনের অপর ছেলে সোহাগকে আদালত বেকসুর খালাস দিয়েছে বলে তিনি জানান।

রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দলিলউদ্দিন মাস্টার ও আনোয়ার হোসেনের বাড়ির চলাচলের পথ বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণ করেন আলাউদ্দিন রাঢ়ী ও তার ছেলেরা।

দলিলউদ্দিন বিষয়টি তার প্রতিবেশী মুলাদী প্রেসক্লাবের তৎকালীন সভাপতি মনির হোসেন রাঢ়ীকে জানালে মনির ২০১০ সালের ২১ ডিসেম্বর বিকেলে ঘটনাস্থলে গিয়ে তাদের আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের কথা বলেন।

এ সময় আসামিদের সঙ্গে মনিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা মনিরের ওপর হামলা করলে তিনি আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আইনজীবী গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পরদিন ২২ ডিসেম্বর আলাউদ্দিন রাঢ়ী, তার দুই ছেলে রাসেল রাঢ়ী ও সোহাগ রাঢ়ী, স্ত্রী আলেয়া বেগম ও প্রতিবেশী মোতালেব রাঢ়ীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই জসিম উদ্দিন ওরফে খোকা রাঢ়ী।

২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি আলেয়া বেগম ও মোতালেব রাঢ়ীর নাম বাদ দিয়ে অভিযোগপত্র জমা দেওয়া হয় আদালতে।

আদালতের রায়ে পুরোপুরি খুশি হতে পারেনি মনির হোসেনের পরিবার।

রায় সম্পর্কে মনির রাঢ়ীর স্ত্রী হামিদা বেগম বলেন, তারা আশা করেছিলেন তিনজনেরই ফাঁসি হবে।

এ ব্যাপারে উচ্চ আদালতে আপিল করবেন বলে তিনি জানান।

SCROLL FOR NEXT