সমগ্র বাংলাদেশ

হত্যার পর কৃষকের লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

Byলালমনিরহাট প্রতিনিধি

নিহত কৃষক শফিকুল ইসলাম শফি (৩৫) উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামের রইচ উদ্দিনের ছেলে।

আদিতমারী থানা ওসি হরেশ্বর বর্ম্মন বলেন, শনিবার দুপুরে স্থানীয় রত্নাই নদীর পাড়ের একটি গাছ থেকে কৃষক শফিকুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিহতের বড় ভাই ফজল হক বলেন, ভেলাবাড়ি শালমারা এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের ছেলে ব্যবসায়ী কবির হোসেনের কাছ থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা সুদে এক লাখ টাকা ধার নেন কৃষক শফিকুল ইসলাম।

“চলতি মাসের সুদের টাকা পরিশোধ করতে না পারায় আমার ভাইয়ের বউকে কু-প্রস্তাব দেন কবির। কিন্তু তাতে তিনি রাজি না হওয়ায় শুক্রবার কৌশলে ভাইকে ডেকে নিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখেন কবির।”

এ ঘটনায় পর অভিযুক্ত করির পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

কবিরের বড় ভাই আসাদুজ্জামান আসাদ বলেন, “কোনো প্রমাণ ছাড়া কাউকে অপরাধী বলা যায় না। যেহেতু এ ঘটনায় কবিরের নাম শোনা যাচ্ছে, তাই সে বাড়ি থেকে সটকে পড়তে পারে।”

SCROLL FOR NEXT