সমগ্র বাংলাদেশ

শাড়ির আবদারে ঝগড়া, ‘পিটুনিতে’ নিহত গৃহবধূ

Byজয়পুরহাট প্রতিনিধি

শুক্রবার আব্দুল্লাপুর গ্রামে গৃহবধূ লাবনী আকতারের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

লাবনীর স্বামী, শাশুড়ি ও দুই ননদকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন স্বামী আবুল কালাম আজাদ (৩১), শাশুড়ি হাসনা হেনা (৬০), দুই ননদ নাজমা বেগম (৩৫) ও লাকী বেগম (৩৩)।

আক্কেলপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে লাবনী আকতার ঈদের জন্য স্বামী আবুল কালাম আজাদের কাছে নতুন শাড়ি কিনে দেওয়ার আবদার করেন।

“কিন্তু তার স্বামী শাড়ি কিনে দিতে অপারগতা প্রকাশ করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।”

লাবনীর স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, এরই জের ধরে এক পর্যায়ে লাবনীর স্বামী ও তার বাড়ির অন্যান্য সদস্যরা লাবনীকে মারপিটের পর শ্বাসরোধ করে হত্যা করে।

লাবনীর মৃত্যুর পর তাকে ঝুলিয়ে রেখে শ্বশুরবাড়ির লোকজন ‘আত্মহত্যা’ বলে চালানোর প্রচার করে, বলেন ওসি।

তিনি জানান, লাবনীর মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সন্ধ্যায় লাবনীর ভাই ওয়াজেদ আলী বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।

SCROLL FOR NEXT