সমগ্র বাংলাদেশ

নেত্রকোণায় শিশু শুকুর আলী হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

Byনেত্রকোণা প্রতিনিধি

মঙ্গলবার জেলার নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম এ রায় দেন।

দণ্ডিতরা হলেন কেন্দুয়া উপজেলার চিতুয়া নওপাড়ার শামীম খান (২০) ও সোহাগ (২০) এবং তারাকান্দি রাজীবপুর গ্রামের শরীফুজ্জামান হুমায়ুন (২০)।

রায় ঘোষণার সময় শামীম ও সেহাগ আদালতে উপস্থিত ছিলেন। হুমায়ুন পলাতক।

মামলার বরাত দিয়ে পিপি জিএম খান পাঠান বিমল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দুয়া উপজেলার চিতুয়া নওপাড়া গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্র শুকুর আলী (১২) ২০১৪ সালের ৯ জুন বিকালে বাড়ির পাশে বাজারে ওষুধ আনতে যায়।

“পথে তাকে অপহরণ করা হয়। পরে মোবাইল ফোনে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপরাধীরা। পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে দুইজনকে গ্রেপ্তার করে।”

আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী ২ জুলাই বাড়ির পাশের সুতি নদীর তলদেশ থেকে দেহাবশেষ উদ্ধার করা হয় বলে জানান পিপি বিমল।

এ ঘটনায় ২০১৫ সালের ৫ অগাস্ট তিন আসামির নামে অভিযোগপত্র দেয় পুলিশ।

SCROLL FOR NEXT