সমগ্র বাংলাদেশ

রাঙামাটিতে ১১ ‘মোটরসাইকেল চোর’ আটক

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, রোববার রাতে রাঙামাটি-চট্টগ্রাম সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, শক্তিশালী এ চক্রটি তিন পার্বত্য জেলায় মোটরসাইকেল চুরির সঙ্গে সম্পৃক্ত ছিল। তাদের ধরতে কয়েক দিন ধরে পুলিশের অভিযান চলছিল।

“তাদের কাছ থেকে পাঁচটি মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরির সরঞ্জাম, বিআরটিএ যন্ত্রপাতিসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”

আটককৃতরা হলেন- আবুল ফজল (৩৮), মো আলাউদ্দিন (৩৬), এরশাদ (২৩), তারেক শাওন (২৭), আব্দুল মাবুদ (২৯), অংচিং মং মারমা (২৫), সুমন চাকমা (২৪), নিপন ত্রিপুরা (২৬), মো. মনচুর (২৮), মো. রবিউল হাসান রাকিব (২৪) ও শেখ মোহাম্মদ  হুমায়ন কবির (২৯)। তাদের সবার বাড়ি রাঙামাটিতে।

এদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগে তিনটি মামলা হয়েছে বলে জানান শহীদুল।

SCROLL FOR NEXT