সমগ্র বাংলাদেশ

সাতক্ষীরায় ইউনিয়ন দখলে সংঘর্ষে শ্রমিক নেতা নিহত

Byসাতক্ষীরা প্রতিনিধি

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ বাস টার্মিনালে এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।

রাত ৯টার পর সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, “পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।”

কালীগঞ্জ স্বাস্থ কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ড. অনুপ কুমরা  জানান, নিহত রাজু আহমেদ বাবু (৩৫) কালিগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের একটি অংশের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার কাকশিয়ালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

আহতরা হলেন কাঁকশিয়ালী গ্রামের মৃত মুক্তিযোদ্ধা সামছুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান ফিজুর (৩৫), নলতা ইউনিয়নের ব্রজপাটুলী গ্রামের আব্দুল আলী গাজীর ছেলে আব্দুর রহিম (৩৫), সাদপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে আব্দুর রউফ (৪৫)। তাদের কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

সাধারণ শ্রমিকরা জানান, কালিগঞ্জ সড়ক বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদ গ্রুপের দখলে ছিল। মঙ্গলবার সকালে কামরুল ও আবু তাহের গ্রুপ দখলে নেয়।

সন্ধ্যায় মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদের নেতৃত্বে পাল্টা দখল করতে গেলে সংঘর্ষ বাধে বলে জানায় তারা।

SCROLL FOR NEXT