সমগ্র বাংলাদেশ

সোয়া কোটি মিটার কারেন্ট জাল ধ্বংস

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহজাদা খসরু সাংবাদিকদের বলেন, বেআইনিভাবে গোপনে কারেন্ট জাল তৈরি করত পূরবী ফিশিং নেট ইন্ডাট্রিজ।

“রোববার দুপুরে পূরবীর মীরাপাড়ার কারখানায় র‌্যাব-১১-এর সহযোগিতায় অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ মিটার জাল, জাল তৈরির সুতা ও ববিন জব্দ করার পাশাপাশি মালিক বকুল বেগমকে (৫০) আটক করা হয়।”

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকীর নির্দেশে বকুলকে ৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি আটক জাল নায়গাঁওয়ের ধলেশ্বরী তীরে ধ্বংস করা হয় বলে মৎস্য কর্মকর্তা জানান।

SCROLL FOR NEXT