সমগ্র বাংলাদেশ

গাজীপুরে শুটিং স্পট ও এমব্রয়ডারি কারখানায় আগুন

Byগাজীপুর প্রতিনিধি

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মোরশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ২টার দিকে আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকায় মো. নাঈমের ছয়তলা ভবনের নিচতলায় থাকা একটি এমব্রয়ডারি কারখানায় আগুন লাগে।

ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভায় বলে জানান ওই কর্মকর্তা।

“কারখানার মেশিনপত্র, কাপড় ও সুতা পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ জানা যায়নি।”

অপরদিকে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. হানিবুর রহমান শুনেছেন, সিটি করপোরেশনের ঝাজর এলাকায় শনিবার সকাল ৮টার দিকে জাহাঙ্গীর হোসেন অপুর শুটিং স্পটে আগুন লাগে।

“ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্পটের পাশে থাকা তাজ পিভিসি পাইপ কারখানার শ্রমিকরা পানি ও অগ্নিনির্বপণ গ্যাস ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলে বলে কর্মীরা ফিরে আসে,” তিনি বলেন।

আগুনে শুটিং স্পটের দুটি কক্ষ, আসবাবপত্র ও গাছপালা পুড়ে গেছে বলে তিনি শুনেছেন।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

SCROLL FOR NEXT