রংপুরে আদালতের নেওয়ার সময় কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু।

)<div class="paragraphs"><p>রংপুরে আদালতের নেওয়ার সময় কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু।</p></div>
সমগ্র বাংলাদেশ

চাঁদাবাজির মামলায় রংপুর সিটি কাউন্সিলর কারাগারে

Byরংপুর প্রতিনিধি

চাঁদাবাজির মামলায় রংপুর সিটি করপোরেশনের এক কাউন্সিলরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার দুপুরে রংপুর মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আহসানুল হক রানা এ আদেশ দেন বলে আইনজীবী মাহমুদুল হাসান সেলিম জানান।

আসামি জাকারিয়া আলম শিপলু রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং আওয়ামী লীগের তাজহাট থানার সাধারণ সম্পাদক।

কাউন্সিলরের আইনজীবী মাহমুদুল হাসান সেলিম বলেন, “চারটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জাকারিয়া আলম শিপলুকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।

“একটি মামলায় তিনি আগে থেকেই জামিনে ছিলেন। পরে তার নামে আরও দুটি মামলা হয়। সেই দুটি মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত।“

তিনি আরও বলেন, “লালমনিরহাটের পাটগ্রামের রেজাউল আহমেদ রাজুর করা চাঁদাবাজির মামলায় জামিন নামঞ্জুর করে কাউন্সিলরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।”

এদিকে চাঁদাবাজির মামলায় আগে থেকেই আদালতে তদন্ত প্রতিবেদন জমা করেছিল পুলিশ।

SCROLL FOR NEXT