সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

)<div class="paragraphs"><p>সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর</p></div>
সমগ্র বাংলাদেশ

বিমানে পাখির আঘাত: ৫ ঘণ্টা পর গেল সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

Byসিলেট প্রতিনিধি

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির আঘাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর বিমানের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

বিমান বাংলাদেশের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, রোববার সকাল ৯টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ফ্লাইটটি যুক্তরাজ্যের ম্যানচেস্টারের উদ্দেশে যাত্রা করার কথা ছিল।

“কিন্তু সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেট বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বার্ড হিটের কারণে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।”

ঢাকা থেকে প্রকৌশলীরা এসে ত্রুটি সারানোর কাজ করেন। পরে রোববার দুপুর ২টা ৫০ মিনিটে ফ্লাইটটি ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে যায়।

বিমানের ফ্লাইটটিতে ২৯৭ জন যাত্রী ছিলেন বলে জানান এই কর্মকর্তা।

SCROLL FOR NEXT