নাটোরে আগুনে পুড়ে যাওয়া ঘর।

)<div class="paragraphs"><p>নাটোরে আগুনে পুড়ে যাওয়া ঘর।</p></div>
সমগ্র বাংলাদেশ

নাটোরে বসতঘরে আগুনে ৯০ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু

Byনাটোর প্রতিনিধি

নাটোর সদরে বসতঘরে আগুন লেগে ৯০ বছর বয়সী এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। আগুনে নয়টি ঘর ভস্মীভূত হওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস। 

রোববার দুপুরে পাইকৈরদোল পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এ কে এম মোর্শেদ। 

নিহত দুধজান বেওয়া (৯০) ওই এলাকার মোসলেম উদ্দিনের স্ত্রী।  

নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল এবং সদরের ইউএনও সারমিনা সাত্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোর্শেদ বলেন, “দুপুরে রান্না ঘরের চুলা থেকে প্রথমে ঘরে আগুন লাগে। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়লে দুধজান বেওয়া ঘরে আটকা পড়েন। 

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।” 

আগুনে ৯টি ঘরের আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

ইউএনও সারমিনা সাত্তার বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের দুই বান্ডিল করে টিন দেওয়া হবে। 

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল বলেন, “তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের ২০ হাজার টাকা দিয়েছি। শুকনা খাবারও দেওয়া হয়েছে।” 

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারকে পাকা ঘর করে দেওয়া হবে বলে জানান এমপি।

SCROLL FOR NEXT