)
সমগ্র বাংলাদেশ

ফরিদপুরে আসামি ধরতে গিয়ে ছুরিকাহত পুলিশের এসআই

Byফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় হত্যা মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশের এক এসআই ছুরিকাহত হয়েছেন।

মঙ্গলবার রাতে বোয়ালমারী পৌরসভার ওয়াবদার মোড়ে এ ঘটনা ঘটে বলে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার সুমন কর জানান।

আহত এসআই মামুন ইসলাম (৪৪) বোয়ালমারী থানায় কর্মরত আছেন।

এ সময় আসামি সুমন মিয়াও (৪০) আহত হয়েছেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুজনকেই বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আসামি সুস্থ হলে আদালতে পাঠানো হবে।

মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল এএসপি সুমন কর জানান, আসামি সুমন মিয়ার নামে ফরিদপুরের নগরকান্দা থানার একটি হত্যা মামলায় ও গোপালগঞ্জের কাশিয়ানী থানার একটি মামলায় পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদ পেয়ে পৌরসভার ওয়াবদার মোড় পানি উন্নয়ন বোর্ডের অফিস এলাকায় এসআই মামুন ইসলাম তাকে ধরতে যান।

“এ সময় আসামি ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির সময় আসামির ছুরির কোপে মামুন ইসলাম আহত হন; আসামিও আহত হন।”

পরে খবর পেয়ে থানা থেকে আরও পুলিশ গিয়ে তাদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যাপারে এসআই মামুন ইসলাম বলেন, “যখন আসামিকে ধরতে গেছি তখন সে আমাকে ছুরি দিয়ে অনেকগুলো কোপ দেয়। একটা কোপ আমার মুখে লাগে। আমি আহত হয়েছি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মামলা করব।”

SCROLL FOR NEXT