ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলসহ রাস্তার খাদে ছিটকে পড়ে  ঘটনাস্থলেই শিক্ষকের মৃত্যু হয়।

)<div class="paragraphs"><p>ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলসহ রাস্তার খাদে ছিটকে পড়ে &nbsp;ঘটনাস্থলেই শিক্ষকের মৃত্যু হয়।</p></div>
সমগ্র বাংলাদেশ

গোপালগঞ্জে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় শিক্ষক নিহত

Byগোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

রোববার সকালে পৌনে ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ।

নিহত বাদল বিশ্বাস একই উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের নীল রতন বিশ্বাসের ছেলে। ৩৫ বছরের বাদল সিলনা-গুয়াধানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।

ওসি জাবেদ মাসুদ বলেন, সকালে ওই শিক্ষক মোটরসাইকেলে করে ডালনিয়া গ্রামের বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন। নলডাঙ্গা রেল লাইন ক্রস করার সময় গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে।

“এতে মোটরসাইকেলসহ রাস্তার খাদে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ওসি আরও জানান, রাজবাড়ি রেলওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে। তারা গোপালগঞ্জে আসছেন। এ ব্যাপারে তারা পবরর্তী প্রয়োজনীয় আইনী ব্যাবস্থা গ্রহণ করবে।

SCROLL FOR NEXT