ফিরে দেখা ২০২১

ফ্রেমবন্দি ২০২১

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
০১ জানুয়ারি ২০২১: মহামারীর কারণে উৎসব হয়নি, তবে নতুন বছরের বই ঠিকই পৌঁছায় শিক্ষার্থীদের হাতে। এদিন দেশের ৪ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৪১২টি পাঠ্যবই।
০১ জানুয়ারি ২০২১: মহামারীর কারণে উৎসব হয়নি, তবে নতুন বছরের বই ঠিকই পৌঁছায় শিক্ষার্থীদের হাতে। এদিন দেশের ৪ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৪১২টি পাঠ্যবই।
০৫ জানুয়ারি ২০২১: করোনাভাইরাস মহামারীর শুরু থেকেই ভুগতে হচ্ছে দেশের ‘রেমিটেন্স যোদ্ধা’ প্রবাসীদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ‘রি-এন্ট্রি পারমিটের’ দাবিতে এই বিক্ষোভ ছুটিতে দেশে এসে আটকে পড়া কাতার প্রবাসীদের। ছবি: মাহমুদ জামান অভি
১০ জানুয়ারি ২০২১: মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’। এতে অংশ নেয় দেশি-বিদেশি দুই শতাধিক দৌড়বিদ।
২১ জানুয়ারি ২০২১: মহামারী মোকাবেলায় বহুকাঙ্ক্ষিত কোভিড টিকা এল বাংলাদেশে। এদিন ভারত উপহার হিসেবে পাঠায় ২০ লাখ ডোজ টিকা। কোভিশিল্ড নামে এই টিকা ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি। ছবি: আসিফ মাহমুদ অভি
২৩ জানুয়ারি ২০২১: মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার ধারাবাহিকতায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৬৬ হাজার ১৮৯টি পরিবারকে ঘরের মালিকানা বুঝিয়ে দেওয়া হয়। ছবি: মোস্তাফিজুর রহমান
২৫ জানুয়ারি ২০২১: ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছে। ছবি: পিআইডি
২৭ জানুয়ারি ২০২১: মহামারীর মধ্যে শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ আর সহিংসতার মধ্যে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন। এতে একজন নিহত হন।
২৭ জানুয়ারি ২০২১: করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হল বাংলাদেশে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তা নেন প্রথম টিকা। বছরান্তে টিকার বুস্টার ডোজও তিনিই প্রথম নেন। ছবি: পিএমও
২৯ জানুয়ারি ২০২১: করোনাভাইরাস মহামারীর মধ্যে কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবির থেকে তৃতীয় দফায় রোহিঙ্গাদের ১ হাজার ৭৭৮ জনের একটি দলকে চারটি জাহাজে করে চট্টগ্রাম থেকে ভাসানচরে নেওয়া হয়। মিয়ানমারের এই শরণার্থীদের জন্য নোয়াখালীর এই দ্বীপে নতুন আবাস গড়ে তোলা হয়েছে।
০৭ ফেব্রুয়ারি ২০২১: ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে করোনাভাইরাসের টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আজ আমাদের আনন্দের দিন’। তবে জনপরিবেষ্টিত হয়ে তার টিকা নেওয়া সোশাল মিডিয়ায় আলোচনার খোরাক জোগায়। ছবি: মাহমুদ জামান অভি
০৯ ফেব্রুয়ারি ২০২১: ঢাকার কেরানীগঞ্জের চরাইল খেলার মাঠের পাশে জলাশয়ের উপরে গড়ে তোলা একটি তিনতলা ভবন উল্টে পড়ে পাশের ডোবায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ছবি: আসিফ মাহমুদ অভি
১২ ফেব্রুয়ারি ২০২১: বাবার মৃত্যুর পর ঢাকায় ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার। এ দিনই ঢাকার হাকিম আদালত থেকে জামিন পান তিনি। অপহরণ ও হত্যার হুমকির মামলা হলে করোনাভাইরাস মহামারীর মধ্যে ২০২০ সালের ৫ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভাইকে সঙ্গে নিয়ে দেশ ছেড়েছিলেন রন সিকদার। ছবি: মাহমুদ জামান অভি
১৬ ফেব্রুয়ারি ২০২১: ছয় বছর আগে বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার মামলায় সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ওরফে জিয়াসহ পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং উগ্রপন্থি ব্লগার শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। বছরের শেষে এসে জিয়াসহ খুনিদের তথ্য পেতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র সরকার। ছবি: মাহমুদ জামান অভি
কারাগারে মুশতাক আহমেদের মৃত্যুর পর জোরালো হয়ে উঠেছে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি। ছবি: মাহমুদ জামান অভি
১০ মার্চ ২০২১: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহ পর ঢাকার জজ আদালতে হাজির হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগ এনে আদালতে মামলা করতে যান কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।
১৬ মার্চ ২০২১: রোপণের কৌশলে ধানের চারায় বগুড়ার শেরপুরে বঙ্গবন্ধুর অবয়বটি বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র হিসেবে স্থান করে নেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে, যা হয়ে ওঠে মুজিববর্ষ উদযাপনের বড় আকর্ষণ। ছবি: মোস্তাফিজুর রহমান
১৭ মার্চ ২০২১: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার কোভিড ওয়ার্ডের আইসিইউতে ঘটে অগ্নিকাণ্ড; এতে স্থানান্তরিত তিন রোগীর মৃত্যু হয়। ছবি: আসিফ মাহমুদ অভি
১৭ মার্চ ২০২১: জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: পিআইডি
১৮ মার্চ ২০২১: করোনাভাইরাস মহামারীর কারণে পিছিয়ে যাওয়া অমর একুশে বইমেলার ৩৭তম আসরের পর্দা উঠল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরের এই বইমেলা উৎসর্গ করা হয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশে্য। ছবি: আসিফ মাহমুদ অভি
২৬ মার্চ ২০২১: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিএমও
২৬ মার্চ ২০২১: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরোধিতায় ইসলামী কয়েকটি দলের ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ সহিংসতায় গড়ায়। পুলিশের সঙ্গে সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়। ছবি: মাহমুদ জামান অভি
২৬ মার্চ ২০২১: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদকারী হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা চট্টগ্রামের হাটহাজারী থানাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। লাঠি হাতে পুলিশের মুখোমুখি অবস্থান নেয় হেফাজত কর্মীরা। ছবি: সুমন বাবু
২৬ মার্চ ২০২১: নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশ ও মাদ্রাসাছাত্রদের সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়ায় একদল মাদ্রাসাছাত্র শহরে ব্যাপক তাণ্ডব চালায়। এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই তাণ্ডব চলাকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ভাংচুরের পর আগুন ধরিয়ে দেওয়া দেয়। এরপর এই স্টেশনে সাড়ে সাত মাস থামেনি কোনো ট্রেন।
২৭ মার্চ ২০২১: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালী মন্দির ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হরিচাঁদ ঠাকুরের মন্দির ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনা করেন। ছবি: পিআইডি
০৫ এপ্রিল ২০২১: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ‘সাবিত আল আসাদ’ নামের লঞ্চটি একদিন পর উদ্ধার করে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। এ দুর্ঘটনায় ৩৪ যাত্রীর প্রাণহানি ঘটে।
০৭ এপ্রিল ২০২১: লকডাউনের মধ্যে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চালুর পর মোটর সাইকেলে রাইড শেয়ারিংয়ের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে ঢাকার সড়কে বিক্ষোভ করেন বাইক চালকরা।
১৪ এপ্রিল ২০২১: করোনাভাইরাস মহামারীর কারণে মঙ্গল শোভাযাত্রাসহ বাংলা নববর্ষের কোনো অনুষ্ঠান হয়নি। তাই বৈশাখের প্রথম দিনে বন্ধ ছিল চারুকলা অনুষদের ফটক। ছবি: আসিফ মাহমুদ অভি
১৮ এপ্রিল ২০২১: গ্রেপ্তার হলেন কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তার আগে একটি রিসোর্টে কথিত স্ত্রীর সঙ্গে তার অবস্থান নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। ছবি: মাহমুদ জামান অভি
২০ এপ্রিল ২০২১: সর্বাত্মক লকডাউনে ঢাকার মিরপুর-২ নম্বর এলাকার একটি রেস্তোরাঁর সামনে অপেক্ষায় অনলাইনভিত্তিক খাবার সরবরাহকারী কর্মীরা। মহামারীর মধ্যে ই-কমার্সের ব্যবসা প্রসারের পাশাপাশি প্রতারণার ঘটনাও ঘটে দেদারসে। ছবি: আসিফ মাহমুদ অভি
২১ এপ্রিল ২০২১: দেশের প্রথম মেট্রোরেল ঢাকায়। মোংলা বন্দর থেকে দুটি বার্জ ছয়টি কোচ নিয়ে উত্তরার দিয়াবাড়ির ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে ভেড়ে এদিন। ছবি: আসিফ মাহমুদ অভি
২৮ এপ্রিল ২০২১: ভারতের মতো নাজুক পরিস্থিতি না হলেও করোনাভাইরাস মহামারীতে অক্সিজেনের চাহিদা বেড়ে যায় বাংলাদেশে। চিকিৎসা সেবায় অক্সিজেন সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ২৪ ঘণ্টা কারখানা সচল রেখে উৎপাদন চালিয়ে যায়। ছবি: আসিফ মাহমুদ অভি
০৪ মে ২০২১: সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি টহল ফাঁড়ি এলাকা জঙ্গলে লাগা আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। ৩০ ঘণ্টা ধরে জ্বলা এই আগুনে সোয়া এক একরেরও বেশি বনভূমি পুড়ে যায়।
০৪ মে ২০২১: শুধু নামের মিল থাকায় বিনাদোষে ১৬ মাস কারাভোগের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান কক্সবাজারের টেকনাফের হাসিনা বেগম। ছবি: সুমন বাবু
০৫ মে ২০২১: ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘স্বাধীনতা স্তম্ভ’ নির্মাণ প্রকল্পের আওতায় উদ্যানের সৌন্দর্য বাড়ানোর কাজের অংশ হিসেবে উদ্যানে রেস্তোরাঁ, হাঁটার পথ ও গাড়ি রাখার স্থানের জন্য বেশ কিছু গাছ কেটে ফেলা হয়। এর প্রতিবাদে নামে পরিবেশবাদীরা। ছবি: আসিফ মাহমুদ অভি
০৮ মে ২০২১: করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় শিমুলিয়া-বাংলাবাজার রুটে দিনে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিআইডব্লিউটিসি। কিন্তু যাত্রীদের চাপ সামলাতে না পেরে একটি ফেরি ছাড়লে তাতেই গাদাগাদি করে পার হন যাত্রীরা। ছবি: মোস্তাফিজুর রহমান
১১ মে ২০২১: জাপান থেকে আসা এই বৈদ্যুতিক ট্রেনের ছয়টি কোচের একটি সেট চালিয়ে দেখানো হল গণমাধ্যমের সামনে। ছবি: মোস্তাফিজুর রহমান
১২ মে ২০২১: চীনের দেওয়া উপহারের পাঁচ লাখ ডোজ কোভিড টিকা ঢাকায় পৌঁছে। দেশটির রাষ্ট্রদূত লি জিমিং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে সেই টিকা তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে।
১২ মে ২০২১: বাদী থেকে আসামি বাবুল আক্তার। সাবেক এই পুলিশ কর্মকর্তাকে স্ত্রী হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রামের আদালতে তোলেন তারই এক সময়ের সহকর্মীরা। এর মধ্য দিয়ে পাঁচ বছর আগের মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডের তদন্ত উল্টো দিকে মোড় নেয়। ছবি: সুমন বাবু
১৮ মে ২০২১: সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে গ্রেপ্তার প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঠানো হয় কারাগারে। তুমুল সমালোচনার মুখে পরে তিনি জামিনে মুক্তি পান।ছবি: আসিফ মাহমুদ অভি
২৫ মে ২০২১: চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা নিলেন ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী অনন্যা সালাম সমতা। ঢাকার চারটি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দেহে প্রয়োগের মধ্য দিয়ে চীনা টিকা দেওয়া শুরু হয় বাংলাদেশে।
০১ জুন ২০২১: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিয়ে বাড়িতে ফেরা একটি অ্যাম্বুলেন্স দনিয়ার রসুলপুর এলাকায় পানিতে আটকে গেলে স্ট্রেচার করে রোগীকে নিতে হয় বাসায়। ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দাদের এমন জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হয়। ছবি: মাহমুদ জামান অভি
০৩ জুন ২০২১: করোনাভাইরাস মহামারীর মধ্যে মানুষের জীবন-জীবিকা বাঁচিয়ে অর্থনীতি জাগানোর চ্যালেঞ্জ নিয়ে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছবি: অর্থমন্ত্রীর ফেইসবুক থেকে
১৩ জুন ২০২১: আকস্মিক এক সংবাদ সম্মেলনে এলেন চিত্রনায়িকা পরীমনি। কান্নাভেজা কণ্ঠে তিনি জানান, ঢাকার বোট ক্লাবে তাকে ধর্ষণের চেষ্টা হয়েছিল। তুমুল আলোচনার মুখে পরে এই চিত্রনায়িকার মামলায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছিল। ছবি: আসিফ মাহমুদ অভি
১৬ জুন ২০২১: সন্তানদের ভরণ-পোষণের ‘মিথ্যা আশ্বাসে’ অন্যের হয়ে সাজা ভোগ করা মিনু আক্তার উচ্চ আদালতের নির্দেশে তিন বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। ছাড়া পাওয়ার ১৩ দিনের মাথায় ২৮ জুন রাতে রহস্যময় এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। ছবি: সুমন বাবু
২৪ জুন ২০২১: করোনাভাইরাস মহামারীর কারণে গ্রন্থাগার বন্ধ থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়েরর বিজ্ঞান অনুষদে বিভিন্ন স্থানে চেয়ার টেবিল পেতেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের। ছবি: আসিফ মাহমুদ অভি
২৭ জুন ২০২১: ঢাকার মগবাজার ওয়্যারলেস গেইট এলাকায় হঠাৎই বিকট বিস্ফোরণের পর একটি ভবন প্রায় ধসে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় দুই পাশের অন্যান্য ভবন এবং রাস্তায় থাকা যানবাহন। অন্তত ১১ জন নিহত হয় এই দুর্ঘটনায়, আহত হয় অর্ধশত। ভবনে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটে বলে মনে করা হচ্ছে। ছবি: মাহমুদ জামান অভি
০১ জুলাই ২০২১: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শুরু হয় দেশজুড়ে। কঠোর এই লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবি, ব্যাটালিয়ন পুলিশ ছাড়াও প্রথম দিন থেকেই কাজ করে সেনাবাহিনী। ছবি: মাহমুদ জামান অভি
০৭ জুলাই ২০২১: করোনাভাইরাস মহামারীকালে স্বাস্থ্যবিধিতে মাস্ক পরা বাধ্যতামূলক। কিন্তু তা অনেকে মানছেন না। তাই সবাইকে সচেতন করতে নিজের রিকশার সামনে মাস্ক ঝুলিয়ে চলেন সাদেক আলী সরদার। ছবি: আসিফ মাহমুদ অভি
০৯ জুলাই ২০২১: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ে যায় হাসেম ফুডস কারখানা। রাতে লাগা আগুন দুপুর পর্যন্ত জ্বলে দাউ দাউ করে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ৫৩ জন শ্রমিক নিহত হয়, যাদের অধিকাংশই নারী ও শিশু। ছবি: মাহমুদ জামান অভি
১৩ জুলাই ২০২১: মহামারীর ধাক্কায় মোহাম্মদ সোহাগের মতো অনেকের জীবিকাই পড়ে সঙ্কটে। ঢাকার গাবতলী বাস টার্মিনাল গত ২০ বছর ধরে পান, সিগারেট ও পানি বিক্রি করছেন সোহাগ। করোনাভাইরাস মহামারীর আগে প্রতিদিন হাজার দুয়েক টাকার বিক্রি হত, কিন্তু লকডাউনের কারণে বাস বন্ধ বলে তার বেচা-বিক্রি দিনে দুইশ থেকে তিনশ টাকায় নেমে আসে। এমন দিন আগে কখনও আসেনি তার। ছবি: মাহমুদ জামান অভি
১৪ জুলাই ২০২১: করোনাভাইরাসের টিকা দেওয়া নিয়ে ‘অনিয়মের’ অভিযোগ তুলে সোহরাওয়ার্দী হাসপাতালে বিক্ষোভ করেন প্রবাসীরা।
১৯ জুলাই ২০২১: করোনাভাইরাসের টিকা নিলেন খালেদা জিয়া। মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়ে গাড়িতে বসেই টিকা নেন বিএনপি চেয়ারপারসন। পরে তিনি টিকার দ্বিতীয় ডোজও নেন। ছবি: বাবুল তালুকদার
২৩ জুলাই ২০২১: এবারও কোরবানির ঈদের পর বিক্রি করতে না পেরে পুরান ঢাকার লালবাগে সড়কের উপরে কাঁচা চামড়া ফেলে যান মৌসুমি ব্যবসায়ীরা। ছবি: আসিফ মাহমুদ অভি
২৩ জুলাই ২০২১: স্বপ্নের পদ্মা নেতুর খুঁটিতে ফেরির ধাক্কা। মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর একটি পিলারে ধাক্কা লাগায় ফেরি ‘শাহজালাল’। দুর্ঘটনায় ফেরির সমানের অংশে বড় ধরনের ছিদ্র তৈরি হয়। দুই মাসের মধ্যে পাঁচ বার সেতুর পিলারে ফেরির আঘাতের ঘটনা ঘটে। পরে ফেরি চলাচলও বন্ধ রাখা হয়। ছবি: মাহমুদ জামান অভি
২৯ জুলাই ২০২১: করোনাভাইরাস মহামারীর মধ্যে আবার আতঙ্ক হয়ে দেখা দেয় ডেঙ্গু। হাসপাতালে রোগীর সংখ্যা গত বছরের চেয়ে কয়েকগুণ বাড়ে। ছবি: আসিফ মাহমুদ অভি
২৯ জুলাই ২০২১: ক্ষমতাসীন আওয়ামী লীগে পদ হারানোর পর ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে প্রায় চার ঘণ্টা অভিযানের পর তাকে গ্রেপ্তার করে র‌্যাব।
০৪ অগাস্ট ২০২১: গ্রেপ্তার হলেন পরীমনি। ঢাকার বনানীতে এই চিত্রনায়িকার বাড়িতে চার ঘণ্টা অভিযান শেষে তাকে আটক করে র্যাব। মাদকের মামলা করা হয় তার বিরুদ্ধে। ছবি: আসিফ মাহমুদ অভি
০৭ অগাস্ট ২০২১: করোনাভাইরাস থেকে সারাদেশের মানুষের সুরক্ষায় গণটিকাদানের বিশেষ কর্মসূচিও নেওয়া হয়। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান শুরুর দিন ঢাকার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা নেন অশীতিপর এই দুই বৃদ্ধা। ছবি: আসিফ মাহমুদ অভি
০৮ অগাস্ট ২০২১: করোনাভাইরাস মহামারীর মধ্যে ডেঙ্গুও এবার বেশ ভুগিয়েছে ঢাকবাসীকে। মশার হাত থেকে বাঁচতে পুরান ঢাকার ধুপখোলার এই বাসিন্দা মশা থেকে বাঁচতে তাই বারান্দার চারপাশ ঢাকেন মশারি দিয়ে। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু
১০ অগাস্ট ২০২১: অর্থনীতির চাকা সচল রাখতে করোনাভাইরাস মহামারীর মধ্যেই ঝুঁকি নিয়ে কাজ করে যাওয়া পোশাক শ্রমিকদের সুরক্ষা দিতে ভিন্নধর্মী একটি উদ্যোগ নেয় ঢাকার তেজগাঁওয়ের দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামের একটি পোশাক কারখানা কর্তৃপক্ষ। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু
১৬ অগাস্ট ২০২১: বেঙ্গল টাইগার দম্পতি টগর আর বেলির ঘরে জন্ম নেয় ছেলে শাবক দুর্জয় আর মেয়ে শাবক অবন্তিকা। করোনাভাইরাস মহামারীকালে গত ২৬ জুন মিরপুরের জাতীয় চিড়িয়াখানা জন্ম নেয় বাঘের ছানা দুটি। তবে ২১ নভেম্বর মারা যায় দুটি ছানাই। ছবি: মাহমুদ জামান অভি
২৯ অগাস্ট ২০২১: মেট্রোরেলকে চলতে দেখল বাংলাদেশে। ভায়াডাক্টের উপর পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হল ঢাকার মেট্রোরেল। উত্তরা থেকে পল্লবী পর্যন্ত চলে দেশের প্রথম এ বৈদ্যুতিক ট্রেন। পরীক্ষামূলক যাত্রায় চারটি স্টেশনের মধ্যে চলাচল করে মেট্রোরেল। ছবি: মোস্তাফিজুর রহমান
০১ সেপ্টেম্বর ২০২১: জামিন কারামুক্ত পরীমনি, তবে তা ছাপিয়ে আলোচনায় উঠে আসে হাতে হাতে মেহেদীর রঙে লেখা ‘ডোন্ট লাভ মি বিচ’ কথাটি। পরে পরীমনি জানান, তার জীবনে ‘দুই মুখো সাপের’ মতো কিছু মানুষদের জন্য সেই বার্তা দিয়েছেন তিনি।
০২ সেপ্টেম্বর ২০২১: প্রতিটি সফল যাত্রা শেষে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নেমে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের ককপিট থেকে বেরিয়ে আসতেন পাইলট নওশাদ আতাউল কাইয়ুম। তিনি শেষবার সেই উড়োজাহাজ থেকে শাহজালালে নামলেন কফিনবন্দি হয়ে। মাঝ আকাশে ‘হার্ট অ্যাটাকের’ পর ভারতের নাগপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছবি: আসিফ মাহমুদ অভি
১২ সেপ্টেম্বর ২০২১:দেড় বছর বাদে শিক্ষার্থীদের পেয়ে প্রাণ ফিরল স্কুলগুলোতে। করোনাভাইরাসের প্রকোপের পর ২০২০ সালের মার্চে বন্ধ করা হয়েছিল সব শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতির কিছুটা উন্নতিতে তা খুলে দেওয়ার পর শিক্ষার্থীদের বরণে ছিল নানা আয়োজন। ছবি: আসিফ মাহমুদ অভি
১৬ সেপ্টেম্বর ২০২১: ঝড়ের গতিতে উত্থানের পর আকস্মিক পতন। গ্রাহক ঠকানোর একের পর এক অভিযোগের মুখে মামলার পর গ্রেপ্তার হলেন ই-কমার্স সাইট ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন।
২৩ সেপ্টেম্বর ২০২১: মহামারীতে ই-কমার্সের প্রসার ঘটলেও প্রতারণাও ঘটে সমান তালে। ই-অরেঞ্জে প্রতারিত গ্রাহকরা বিক্ষোভ মিছিল বের করলে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাঁধে। ছবি: আসিফ মাহমুদ অভি
২৮ সেপ্টেম্বর ২০২১: চট্টগ্রামের আগ্রাবাদে নালায় পড়ে মারা যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়া। বছরজুড়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে নালায় পড়ে কয়েকটি মৃত্যুর ঘটনা দেশে আলোচনার সৃষ্টি করে।
০১ অক্টোবর ২০২১: মহামারীকালে ভর্তি যুদ্ধে শিক্ষার্থীরা। প্রায় এক বছর অপেক্ষায় থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির লড়াইয়ে অবতীর্ণ হয় ২০২০ সালের এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরা। এবারই প্রথম আট বিভাগীয় শহরে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হয়। ছবি: আসিফ মাহমুদ অভি
১৪ অক্টোবর ২০২১: দুর্গাপূজার সময় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ছিল বছরের আলোচিত ঘটনা। কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে ফেইসবুকে সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে কুমিল্লায় কয়েকটি মন্দির এবং মণ্ডপে প্রথমে হামলা ও ভাংচুর চালানো হয়। পরে তা ছড়িয়ে পড়ে আরও কয়েকটি জেলায়। ছবি: মাহমুদ জামান অভি
১৭ অক্টোবর ২০২১: মহামারীর মধ্যে দেড় বছর পর ক্লাসে ফিরল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রাণ ফিরে পেল ক্যাম্পাস। অনেক দিন পর ক্যাম্পাসে ফিরেই পরীক্ষায় বসতে হয়েছে কোনো কোনো বর্ষের শিক্ষার্থীদের। মহামারীর কারণে আটকে ছিল পরীক্ষাগুলো। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু
১৮ অক্টোবর ২০২১: ঢাকার শাহবাগে এই সমাবেশ দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে। হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এই সমাবেশ ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ও ইসকন স্বামীবাগ আশ্রমের ভক্তরা। ছবি: আসিফ মাহমুদ অভি
২৭ অক্টোবর ২০২১: ফেরি উল্টে যাওয়ার বিরল ঘটনা ঘটল পদ্মায়। মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে বেশ কয়েকটি যানবাহনসহ উল্টে যায় শাহ আমানত নামের ফেরিটি।
০১ নভেম্বর ২০২১: স্কুলশিক্ষার্থীরাও পেল কোভিড টিকা। ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলে দুই শিক্ষার্থীকে প্রয়োগের মধ্য দিয়ে দেশে স্কুল পড়ুয়াদের টিকাদান কর্মসূচির সূচনা হয়। ছবি: মাহমুদ জামান অভি
০৫ নভেম্বর ২০২১: ডিজেলের দাম বাড়ানোর পর ভাড়া বাড়ানোর দাবিতে বাস-ট্রাক চালানো বন্ধ করে দেয় পরিবহন মালিক-শ্রমিকরা। তাদের এই অঘোষিত ধর্মঘট কয়েকদিন সাধারণ মানুষদের চরম ভোগান্তিতে ফেলেছিল। ভাড়া বাড়িয়ে তবেই ধর্মঘট শেষ করে বাস মালিকরা। ছবি: আসিফ মাহমুদ অভি
১০ নভেম্বর ২০২১: সড়কে পদ্মা পারের স্বপ্ন আরও কাছে হল। শুরু হল পদ্মা সেতুর সড়ক পথে পিচ ঢালাই। একশ মিলিমিটার পুরুত্বের পিচ ঢালাই [কার্পেটিং] হচ্ছে দুই স্তরের। প্রথম স্তর ৬০ মিলিমিটার এবং দ্বিতীয় স্তর ৪০ মিলিমিটারের।
১১ নভেম্বর ২০২১: আসামিদের চেহারাই বলে দেয় মামলার রায়। রেইনট্রি হোটেলে ধর্ষণের মামলার খালাস পেলেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফসহ সব আসামি। এই রায়ে ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোছা. কামরুন্নাহার যে পর্যবেক্ষণ দিয়েছিলেন, তা নিয়ে তুমুল সমালোচনায় পড়েন তিনি। পরে তার বিচারিক ক্ষমতাও কেড়ে নেওয়া হয়। ছবি: মাহমুদ জামান অভি
১৪ নভেম্বর ২০২১: মহামারীকালের এসএসসি পরীক্ষা। নির্ধারিত সময়ের নয় মাস পর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। ২৯ হাজার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু
১৫ নভেম্বর ২০২১: ধর্ষণ মামলায় বিচারপ্রার্থীর চরিত্রকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ সাক্ষ্য আইনে থাকায় তা বাতিলের দাবিতে মানববন্ধনে নারী সংগঠনের কর্মীরা। রেইনট্রি হোটেলে ধর্ষণের মামলায় বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের পর্যবেক্ষণ নতুন আন্দোলনের সূচনা করে। পরে ওই বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়। ছবি: মাহমুদ জামান অভি
২২ নভেম্বর ২০২১: টিকা পেলেন তৃতীয় লিঙ্গের মানুষরা। দেশে তৃতীয় লিঙ্গের মানুষদের টিকা দেওয়ার শুরুটা হয় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে। ছবি: সুমন বাবু
২২ নভেম্বর ২০২১: নিরাপদ সড়কের দাবিতে আবার আন্দোলনে শিক্ষার্থীরা। ঢাকার গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর পর শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধে নামে। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু
০১ ডিসেম্বর ২০২১: নগরে হাফ ভাড়ার দাবি পরিবহন মালিক সমিতি মেনে নিলেও সারাদেশে একই সুবিধা এবং নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যায় কয়েকদিন। ছবি: মাহমুদ জামান অভি
০১ ডিসেম্বর ২০২১: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ফিরিয়ে এনেছিল ২০১৮ সালের স্মৃতি। সেবারের মতো এবারও শিক্ষার্থীরা সড়কে নামে লাইসেন্স পরীক্ষায়। তা না পেয়ে আটকায় সরকারি গাড়িও। ছবি: মাহমুদ জামান অভি
০২ ডিসেম্বর ২০২১: মহামারীকালের এইচএসসি পরীক্ষা। করোনাভাইরাস মহামারীর কারণে নির্ধারিত সময়ের আট মাস পর শুরু হয় এই পরীক্ষা। তাতে ৯ হাজার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু
০৮ ডিসেম্বর ২০২১: আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আলোচিত মামলায় রায় হল। রায়ে আসামিদের মধ্যে ২০ বুয়েটছাত্রকে দেওয়া হয় মৃত্যুদণ্ড, পাঁচজনের হয় যাবজ্জীবন কারাদণ্ড। আসামিদের সবাই ছিল ছাত্রলীগের কর্মী। ছবি: মাহমুদ জামান অভি
১২ ডিসেম্বর ২০২১:অডিও কেলেঙ্কারির জেরে প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর মন্ত্রিত্ব ও দলীয় পদ হারিয়ে সমালোচনার মুখে কানাডায় পাড়ি জমাতে গেলেও ব্যর্থ হয়ে দেশে ফেরেন মুরাদ হাসান।
১৫ ডিসেম্বর ২০২১: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজনে অংশ নিতে তিন দিনের সফরে ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
১৯ ডিসেম্বর ২০২১: দেশে প্রথম টিকা পেয়েছিলেন রুনু ভেরোনিকা কস্তা, বুস্টার ডোজও প্রথম পান এই নার্স। রুনুকে তৃতীয় ডোজ টিকা দেওয়ার মাধ্যমে শুরু হয় কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম। ছবি: আসিফ মাহমুদ অভি
২৪ ডিসেম্বর ২০২১: জলে ভাসা লঞ্চ পুড়ল আগুনে, প্রাণ গেল অন্তত ৩৮ জনের। দেশে নজিরবিহীন এই ঘটনা ঘটল ঝালকাঠির সুগন্ধা নদীতে। এমভি অভিযান-১০ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। ভোররাতে আগুনে লাগে লঞ্চটিতে। ছবি: হাসিবুল ইসলাম হাসান
২৬ ডিসেম্বর ২০২১: দীর্ঘ আলোচনার পথ পেরিয়ে পরীক্ষামূলক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থায় সড়কে নামে ঢাকা নগর পরিবহনের বাস। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাচপুর পর্যন্ত ২৮ কিলোমিটার পথে এ কোম্পানির ৫০টি বাস চলছে। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু
SCROLL FOR NEXT