প্রবাস

বাহরাইনে প্রবাসী ফুটবলে ফিলিপাইনকে হারালো বাংলাদেশ

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির সালমাবাদ গালফ এয়ার ক্লাব মাঠে এ খেলা আয়োজন করে প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’।

খেলার শুরুতে উভয় দল নিজ নিজ দেশের জাতীয় সংগীত পরিবেশন করেন, পতাকা বিনিময় করেন বাংলাদেশ দলের অধিনায়ক ইসরাফিল ও ফিলিপাইনের অধিনায়ক।

সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আসিফ।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম ও ফিলিপাইনের রাষ্ট্রদূত আল ফনসো এ ভির।

আরও উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সেলর শেখ মো. তৌহিদুল ইসলাম, প্রথম সচিব মো. হারুনুর রশিদ, বাংলাদেশ স্কুল-এর চেয়ারম্যান মুহিজ চৌধুরী, বাহরাইন বাংলাদেশ সমাজের চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি আলাউদ্দিন নুর, ফিলিপাইন ক্লাবের চেয়ারম্যান রিক আদভিন কুলা, বাহরাইন বাংলাদেশ স্কুল বোর্ডের মেম্বার মো. গিয়াস উদ্দিন, মো. সফিউদ্দিন আহমেদ ও ফুয়াদ তাহির শান্তনু।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!
SCROLL FOR NEXT