প্রবাস

যুক্তরাষ্ট্র-প্রবাসী রহিম সিআইপি পদক পেলেন

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সন্দ্বীপের সন্তান রহিম স্ত্রী, এক ছেলে আর এক মেয়ে নিয়ে টেক্সাসে বসবাস করেন।

গত ৬ জানুয়ারি ‘আন্তর্জাতিক অভিবাসন দিবস’ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুষ্ঠানে সারাবিশ্বে বেশ কয়েকজন প্রবাসীকে ২০২০ সালের এ সম্মাননা দেওয়া হয়।

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এ ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারীর পরিপ্রেক্ষিতে নির্ধারিত ফ্লাইটে ঢাকায় পৌঁছতে না পারায় পরে নিহাল র‌্যা রহিম সেই পদক ও সনদ নিয়েছেন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাসরীন জাহানের কাছ থেকে।

রহিম বলেন, “বিনিয়োগ বন্ড কেনার পাশাপাশি সন্দ্বীপ, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিপদগ্রস্ত মানুষের জন্য নগদ-অর্থ সহায়তা করায় সিআইপি অ্যাওয়ার্ড দেওয়ার উদ্যোগটি অন্য প্রবাসীদের প্রেরণা দিচ্ছে।”

এর আগে ২০১৭ সালেও সিআইপি স্বীকৃতি ও পদক পান রহিম। একই কারণে ২০১৬ সালে পান বাংলাদেশ ব্যাংকের পদক ও সনদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!
SCROLL FOR NEXT