প্রবাস

জেনে বুঝে ও প্রশিক্ষণ নিয়ে বিদেশে আসার আহ্বান

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

‘দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে’ স্লোগানে বুধবার সৌদি আরবের রিয়াদে আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, “সরকার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নানা রকম প্রশিক্ষণ দিচ্ছে। এসব প্রশিক্ষণ কেন্দ্র থেকে দক্ষতা অর্জন করে বিদেশে আসলে ভালো বেতন পাওয়ার সুযোগ রয়েছে। প্রবাসী কর্মীদের জীবন নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে প্রবাসীদের বীমার আওতায় আনতে কাজ করছে সরকার।”

রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আলাদাভাবে দিবসটি পালন করেছে।

বাংলাদেশ দূতাবাস রিয়াদের অডিটোরিয়ামে শ্রম শাখার উদ্যোগে দূতাবাসে সেবা গ্রহণ করতে আসা প্রায় তিনশ বাংলাদেশি শ্রমিকদের নিয়ে আলোচনা সভা করে।

সভায় ৪০ বছর ধরে সৌদি আরবে বসবাসরত নোয়াখালীর বেগমগঞ্জের মো. সোলায়মানকে সন্মানসূচক সভাপতির আসন দেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।

আরও বক্তব্য দেন দূতাবাসের মিশন উপ প্রধান মো. নজরুল ইসলাম, মিনিস্টার আনিসুল হক ও শ্রম কাউন্সেলর মেহেদী হাসান।

এদিকে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অভিবাসীদের সরাসরি সেবা দিতে কনস্যুলেট প্রাঙ্গণে গণশুনানির আয়োজন করে। এতে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কনস্যুলেটের কর্মকর্তারা।

কনসাল জেনারেল ফয়সাল আহম্মেদ উপস্থিত প্রবাসীদের সমস্যাগুলো শুনেন ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!
SCROLL FOR NEXT