প্রবাস

শেখ হাসিনাকে স্বাগত জানাতে নিউ ইয়র্কে প্রস্তুতি

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছার কথা রয়েছে শেখ হাসিনার।

এ উপলক্ষে বুধবার নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত র‌্যালিতে ‘বিশ্বনেতা শেখ হাসিনাকে স্বাগত’, ‘মানবতার অনন্য প্রতিক শেখ হাসিনাকে নিউ ইয়র্কে স্বাগত’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা পায়।

এতে বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা প্রদীপ রঞ্জন কর।

তিনি বলেন, “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবের কন্যা শেখ হাসিনা বিশ্ব মানবতার নেতা হিসেবে জাতিসংঘে আসবেন। তাই প্রবাসীরাও তাকে সেই মর্যাদায় স্বাগত জানাবে জন এফ কেনেডি বিমানবন্দরে, জাতিসংঘ এবং অন্যসব কর্মসূচিতে।”

প্রদীপ রঞ্জন কর জানান, শেখ হাসিনার জাতিসংঘ সফরের সমর্থনে রোববার বিকেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে। সেখানে নতুন কমিটি গঠনের দাবিতে নেতা-কর্মীদের স্বাক্ষর সম্বলিত একটি রেজ্যুলেশন করার কথা।

এছাড়া ২৮ সেপ্টেম্বর ম্যারিয়ট মারকুইসে শেখ হাসিনার নাগরিক সংবর্ধনাকে সফল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে বিভিন্ন উপ কমিটি গঠনেরও কথা রয়েছে।

র‍্যালিতে নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান চৌধুরী, শাহ বখতিয়ার, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, শরিফ কিউ আলম হীরা, কায়কোবাদ খান, মমতাজ শাহানা, সাখাওয়াত হোসেন চঞ্চল, রাফিকুর রহমান তুরান, মঞ্জুর চৌধুরী, জামাল হোসেন, সেবুল মিয়া, ইফজাল চৌধুরী, মহিদুল ইসলাম ও জামাল আহমেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!
SCROLL FOR NEXT