প্রবাস

সংসদে প্রবাসী কোটা চায় ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় সময় বুধবার বিকেলে ফ্রান্সের প্যারিসে আয়েবা সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতা-কর্মীরা।

নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে প্রবাসীদের এসব চাওয়া অন্তর্ভুক্তির দাবি জানিয়ে এতে মূল বক্তব্য দেন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

তিনি বলেন, “শতকরা দশ ভাগ সংসদ সদস্য অবশ্যই প্রবাসীদের মধ্য থেকে মনোনীত হতে হবে। সংরক্ষিত প্রবাসী আসনে যোগ্য প্রবাসী এমপিদের পক্ষেই কেবল সম্ভব হবে বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের সত্যিকারের কল্যাণ নিশ্চিত করা। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর গুরুদায়িত্ব দিতে হবে আমাদের মতোই একজন প্রবাসীকে। অভিজ্ঞতাসম্পন্ন দেশপ্রেমিক প্রবাসীরাই পারবেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে সুনিপুণভাবে ঢেলে সাজাতে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আয়েবার সহ সভাপতি আহমেদ ফিরোজ, ফখরুল আকম সেলিম, বার্সেলোনা বাংলাদেশ সমিতির সভাপতি মাহারুল ইসলাম মিন্টু ও দেশ থেকে আসা সাংবাদিক মোল্ল্যাহ আমজাদ হোসেন, রিমন মাহফুজ, মাসুদুল হক, রবিউল ইসলাম, আয়েবার যুগ্ম সম্পাদক শরিফ আল মোমিন, বাণিজ্য বিষয়ক সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক স্বপন, কার্যকরি সদস্য টি এম রেজা, আজহার কবির বাবু, তাপস বড়ুয়া রিপন ও মাঈনুল ইসলাম নাসিম।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!
SCROLL FOR NEXT