প্রবাস

সিডনিতে ‘রিফিউজি বিভ্রাট’ নাটকের মহড়া চলছে

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রবাসী নাট্যকার বেলাল হোসেন ঢালী।

আগামী ২৩ ডিসেম্বর সিডনির ব্যাংকসটাউন ব্রায়ান ব্রাউন থিয়েটারে হাসির এ নাটকটি মঞ্চস্থ হবে বলে জানান তিনি।

এই উপলক্ষ্যে প্রতি রোববার বিকেলে বেলম্যূর ইয়ুথ ক্লাবে এ নাটকের মহড়া চলছে।

নাট্যকার বেলাল ঢালী বলেন, “রিফিউজি বিভ্রাট মূলত ইন্দোনেশিয়া থেকে ট্রলারে করে অস্ট্রেলিয়ায় আসা প্রবাসীদের সত্য ঘটনা অবলম্বনে লেখা জীবনযুদ্ধের গল্প। নাটকটি সিডনির মঞ্চনাটকে একটি ইতিহাস তৈরি করবে।”

এই নাটকে অভিনয় করেছেন সিডনি প্রবাসী অভিনেতা মো. আবদুল কাউয়ুম, ফজলুল হক শফিক, রহমত উল্লাহ, নুরে আলম লিটন, হাবিবুর রহমান হাবিব, কামরুল ইসলাম, আমেনা আক্তার সাগর, মেরিনা জাহান ও মো. মাসুদুর রহমান।

‘অস্ট্রেলিয়া প্যাসিফিক ফ্লিট প্রা. লি.’ এর তত্ত্বাবধানে তৈরি নাটকটির প্রধান সহকারী পরিচালক সালেহ ইবনে রসুল ও প্রোডাকশন ম্যানেজার মাসুদুর রহমান মাসুদ।

এর আগে সিডনিতে বেলাল হোসেন ঢালীর রচনা ও নির্দেশনায় ‘সিটিজেন’, ‘আদমখানা’ ও ‘বিদ্রোহী’ নাটক দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!
SCROLL FOR NEXT