প্রবাস

ফ্রান্সে ‘প্রবাসী খ্রিস্টান অ্যাসোসিয়েশন’ এর আনন্দ ভ্রমণ

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্থানীয় সময় রোববার সকালে যাত্রা করা এ ভ্রমণে সংগঠনের অর্ধ শতাধিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

আনন্দ ভ্রমণে ছিলেন- সংগঠনের সভাপতি ডমিনিক যোসেফ কস্তা, সাধারণ সম্পাদক মার্ক রায়, উপদেষ্টা জেরম বুলবুল গমেজ, ক্যান্টন কস্তা, শম্পা রোজারিও, ভিক্টর শেখর রোজারিও ও জেমস পিন্টু।

আয়োজকরা বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের মাঝে আন্তরিকতা বাড়াতে এ ধরনের সামাজিক অনুষ্ঠান আরও বেশি করা উচিত।’

এবারের আনন্দ ভ্রমণের গন্তব্য ছিল দক্ষিণ ফ্রান্সে অবস্থিত ভালরাস সমুদ্র সৈকত। ভ্রমণের নাম দেওয়া হয় ‘বালুচরে ভোজন ২০১৭’ ।

ভ্রমণে বাসের মধ্যে চলে প্রবাসীদের গান, কৌতুক, ছড়া গান, কবিতা আবৃতি, আড্ডা, খাবার ও নয়নাভিরাম দৃশ্য উপভোগ।

দুপুরে খাওয়া-দাওয়া আর হৈ-হুল্লোড়ের পর শুরু হয় বিভিন্ন খেলাধুলা, লটারি ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়ার অনুষ্ঠান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন।
SCROLL FOR NEXT