প্রবাস

সৌদির ফেনী প্রবাসীদের উদ্যোগে রোজায় ত্রাণ বিতরণ

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শুক্রবার পরশুরাম উপজেলার বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ফুলগাজী মুন্সির হাট আলি আজম হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুস্থ ও পঙগু লোকদের মাঝেও ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সোনাগাজীর চরলক্ষি গঞ্জ গ্রামের পাঁচপ্রতিবন্ধীর পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

এছাড়া ফেনী শহরের অসহায় প্রায় সাড়ে তিনশ পরিবারের মাঝে রমজানের এক মাসের সমপরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করে ।

এছাড়া ফুলগাজী মুন্সির হাট আলি আজম হাই স্কুল অ্যান্ড  কলেজ মাঠে দুস্থ ও শারিরীকভাবে অক্ষম লোকদের মাঝেইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে সৌদি আরবের ফেনী প্রবাসী ফোরামের প্রতিনিধিরা।

এসময় ফোরামের সভাপতি নুরুল আনোয়ার, দপ্তর সম্পাদক আবদুল বাতেন,সাংবাদিক এন এন জীবন,কবি ইকবাল চৌধুরী, সজীব ওসমান,সাংবাদিক লোকমান হোসেন,এমএ হাসান এবং তনু সরকারউপস্থিত ছিলেন।

ফোরামের সভাপতি নুরুল আনোয়ার জানান, আগামী এক সপ্তাহে ফেনী জেলার ৪৫টি ইউনিয়নে অসহায় পরিবারের মধ্যেরোজার জন্য একমাসের সমপরিমাণ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

SCROLL FOR NEXT