প্রবাস

ভিয়েনায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্থানীয় সময় শুক্রবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার হউফসাইলে বাংলাদেশ দূতাবাসে ‘বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন’ শিরোনামে এই জন্মদিন পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. আবু জাফর ও সঞ্চালনা করেন কাউন্সেলর শাবাব বিন আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠনে বক্তব্য দেন- অল ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, রাষ্ট্রদূতের স্ত্রী সালমা আহমেদ জাফর, আকতার হোসেন, রুহী দাস সাহা, শাহ মো. ফরহাদ, ফিরোজ আহমেদ, সিরাজ চৌধুরী, ইয়াসিম মিয়া বাবু, জান্নাতুল ফরহাদ ও গাজী মোহাম্মদ।

দূতাবাসের প্রথম সচিব মালিহা শাহজাহানের উপস্থাপনায় সাংস্কৃতিক আয়োজনে ছিল- বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রামান্যচিত্র প্রদর্শনী, কবিতা আবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে শিশু-কিশোরদের প্রবন্ধ পাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতা।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!
SCROLL FOR NEXT