প্রবাস

মালয়েশিয়ায় ভবনের স্তম্ভ ধসে বাংলাদেশি নিহত

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তার নাম মো. আনিসুর (৪৪) বলে দেশটির দমকল বাহিনী নিশ্চিত করেছে। 

কুয়ালালামপুরের নগর দমকল বাহিনীর প্রধান সামসল মারিফ সাইবানি বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, মঙ্গলবার বিকালে কুয়ালালামপুরের বুকিত জলিল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

সামসল মারিফ সাইবানি জানান, ভবনটির সতেরো তলা থেকে একটি স্তম্ভ ধসে ষোল তলায় কর্মরত বাংলাদেশি শ্রমিক আনিসের গায়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ও ফ্লোরটি রক্তে ভেসে যায়।

তিনি বলেন, “খবর পাওয়ার পর বুকিত জলিল, সেপুতেহ ও হাঙ তুয়া থেকে প্রায় সতেরো জন অগ্নিনির্বাপক কর্মী ছয়টি আগুন নেভানোর মেশিনসহ ঘটনাস্থলে যান। পরে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় লাশটিকে উদ্ধার করা হয়।"

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

SCROLL FOR NEXT