প্রবাস

ফ্রান্স জুড়ে ভাষা শহীদদের স্মরণ

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম দূতবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন। এরপর দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূতসহ দূতাবাসের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও ফ্রান্স প্রবাসী বিভিন্ন সংগঠন।

স্থানীয় সময় বেলা ১২টায় ফ্রান্সের অবারভিলিয়ে শহরের স্কয়ার এমে সেজারে প্রস্তাবিত শহীদ মিনারের জন্য নির্মিত নির্ধারিত স্থানে ‘উদীচী ফ্রান্স সংসদ’-এর উদ্যোগে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ দিবসের কার্যক্রম শুরু হয়।

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য সচিব মো.ফিরোজ উদ্দিন এবং একুশে পদকপ্রাপ্ত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদারের পুষ্পস্তবক অর্পণের পর উবারভিলিয়ে শহরের সহকারী মেয়র অন্তনি দাগে ও ওবারভিলিয়ে শহরের ভি অ্যাসোসিয়েটিভের পরিচালক কার্লোস সামেদুকে সাথে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এর পরপরই বাংলাদেশ আওয়ামী লীগ, একুশ উদযাপন পরিষদ, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ যুব ইউনিয়ন, বিভিন্ন রাজনৈতিক,  সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ উদীচী ফ্রান্সের শিল্পী-সংগঠকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দিনের শুরুতে উদীচী শিল্পীগোষ্ঠী ও স্বরলিপি শিল্পীগোষ্ঠীর শিল্পীরা প্রভাত ফেরির গান পরিবেশন করে।

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে ফ্রান্স আওয়ামী লীগের নেতা-কর্মীরা মেট্রো হোসের অস্থায়ী শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সভাপতি বেনজির আহমেদ সেলিম , ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন আহমেদ, রাজনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদ বার তাহের, সামাজিক উপদেষ্টা চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু ও সহ সভাপতি বাবু অবনী চন্দ্র।

এছাড়া এ সময় উদীচী ফ্রান্স সংসদ, স্বরলিপি শিল্পী গোষ্ঠী, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, মাটির সুর, শাহজালাল স্পোটিং ক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আইফেল টাওয়ারের কাছে মানবাধিকার চত্বরে একুশ উদযাপন পরিষদ, ফ্রান্স শাখা এবং ঐতিহাসিক রিপাবলিক চত্বরে সম্মিলিত একুশ উদযাপন পরিষদ, ফ্রান্স শাখা একুশের ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপস্থিত হলেও প্রশাসনিক জটিলতার কারণে শহীদ মিনার নির্মাণ করতে না পারায় সকলে প্রতিকী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। আইফেল টাওয়ারের মানবাধিকার চত্বরে উপস্থিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য সচিব মো. ফিরোজ উদ্দিন।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনেস্কো সদর দপ্তরে ‘Towards Sustainable Futures through Multilingual Education’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে ইউনেস্কোয় বাংলাদেশি স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত অংশ নেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি, রোববার উদীচী ফ্রান্স সংসদের উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠান ওবারভিলিয়ে শহরের স্পেস রনদি হলে অনুষ্ঠিত হবে বলে জানায় আয়োজকরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!
SCROLL FOR NEXT