প্রবাস

কানাডায় দুই দিনব্যাপী বাংলাদেশ উৎসব

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কানাডা প্রবাসী কমিউনিটির বাংলা সংবাদপত্র ‘সাপ্তাহিক বাংলামেইল’ এর আয়োজনে আগামী ১৩ ও ১৪ মে  দুই দিনব্যাপী এ উৎসব হবে।

এ বছরের উৎসব আরও ব্যাপক পরিধি ও দুই বাংলার জনপ্রিয় তারকাদের নিয়ে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।  বরাবরের মতো কানাডা এবং বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে আশা করছেন তারা।

এর আগের দুই উৎসবে বাংলাদেশের তারকা কুমার বিশ্বজিত, সামিনা চৌধুরী, আঁখি আলমগীর, মৌটুসি, ফেরদৌস, ওমর সানি, মৌসুমী ও  খন্দকার ইসমাইল অংশ নিয়েছিলেন।  

বাংলাদেশ ফেস্টিভ্যালের আহ্বায়ক বাংলামেইল সম্পাদক ও এনআরবিটিভির কার্য নির্বাহী শহিদুল ইসলাম মিন্টু।

দুইদিনব্যাপী  উৎসব প্রসঙ্গে মিন্টু বলেন, "বাংলাদেশ ফেস্টিভ্যালকে ঘিরে টরন্টোবাসীর মনে যে প্রত্যাশার জন্ম হয়েছে আমরা সেটা পূরণে সচেষ্ট থাকবো। তারকাদের নাম, ভেন্যু এবং ফেস্টিভ্যালের পূর্ণাঙ্গ কমিটি খুব শিগগিরই ঘোষণা করা হবে।"

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প,  ছোট ছোট অনুভূতি, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!
SCROLL FOR NEXT