গাজীপুর

দাদির পাটি

Byprism desk

কেমন আছেন দাদি?
দাদি:  আল্লায় রাখছে ভালো। আপনারা ভালো আছেন?
কী করছেন?
দাদি:  পাটি বানাইতাসি।
আপনি কি শখে নাকি টাকার জন্য পাটি বোনেন?
দাদি:  শখেই বানাই।
কত বছর বয়স থেকে পাটি বোনেন?
দাদি:  আমার ছোটবেলা থেকেই বানাই।
কী করেন এই পাটি?
দাদি:  বিক্রি করি আবার শুই।
কত করে বিক্রি করেন?
দাদি:  একটা বড় পাটি বিক্রি করলে ১৪০০ , ১৫০০, ১৬০০…
এই টাকা দিয়ে কি আপনার সংসার চালাইতে হয়?
দাদি:  সংসার চালান যায় না এই এমনি কাজে লাগে।

উনি খালার কাছে থেকে পাটি বোনা শিখেছেন কিন্তু এটা এখন কেউ শিখছে না.. আস্তে আস্তে এই পাটি বোনা বিলুপ্তির দিকে যাচ্ছে।

SCROLL FOR NEXT