বান্দরবান

সাঙ্গু নদী

Byprism desk

বান্দরবানে বয়ে চলা এই নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে।

এটি বান্দরবানে অবস্থিত একটি সাঙ্গু নদী।এই নদী মিয়ানমারের পাহাড় থেকে উৎপত্তি হয়ে মিলিত হয়েছে কর্ণফুলীতে।

একসময় এই নদীতে পানি ভর্তি থাকত। এখন বছরে মাত্র ৩ মাস পানি থাকে। এখানে এক সময় স্রোতের কারণে নৌকায় এপাড় থেকে ওপাড়ে যাওয়া যেত। কিন্তু এখন আর সেটা হয় না।

এখন পায়ে হেঁটে পার হওয়া যায়!এই পানিতে অনেক ময়লা আবর্জনা ফেলা হয়। ড্রেনের পানি মিশে নদীর পানি দূষিত হচ্ছে এবং এই পানিতে মানুষ গোসলও করছে।

SCROLL FOR NEXT