রাজনীতি

হাসিনার সংবর্ধনায় লাখো জনতা আনবে আ.লীগ

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া নিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই সংবর্ধনায় উপস্থিত হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

নাসিম বলেন, “প্রধানমন্ত্রী জাতীয় ও আন্তর্জাতিকভাবে বারবার পুরস্কৃত হয়েছেন। শুক্রবার দেশবাসীর পক্ষে প্রতিদান দেওয়ার প্রস্তুতি চলছে।

“রাজধানীতে সেদিন লাখ লাখ জনতার পদভারে ইতিহাস সৃষ্টি হবে। সংবর্ধনা দেবে নাগরিক কমিটি। আমরা তাদের সহায়তা করছি।”

সংবর্ধনা সফল করতে ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ওই জেলাগুলোর দলীয় সাংসদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের দলীয় সাংসদ, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররা যৌথসভায় উপস্থিত ছিলেন।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

SCROLL FOR NEXT