রাজনীতি

তারেকের বক্তব্য তথ্যভিত্তিক: আমীর খসরু

Byচট্টগ্রাম ব্যুরো

রোববার বিকালে চট্টগ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এই বিএনপি নেতার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে তারেক গত ৮ এপ্রিল লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের ‘প্রথম অবৈধ প্রধানমন্ত্রী’।

গত মাসে এক অনুষ্ঠানে জিয়াকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ বলার পর সমালোচনার মধ্যেই তারেক বঙ্গবন্ধুকে ‘অবৈধ প্রধানমন্ত্রী’ বলেন, এজন্য তাকে ‘আহাম্মক’ বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে আমীর খসরু বলেন, তারেক রহমান তথ্যভিত্তিক বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য পুরোটা শুনলে তা বুঝা যায়।

“তারপরেও যদি তার বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ নেতাদের অথবা অন্য কারো ভিন্ন মত থাকে তা অবশ্যই প্রকাশ করতে পারে। অথবা তারেক রহমানের বক্তব্যের কোন অংশে তিনি অসত্য বলেছেন তা তুলে ধরতে পারে।”

নগর বিএনপির সভাপতি আমীর খসরু বলেন, আওয়ামী লীগ নেতারা যেভাবে অশালীন বক্তব্যের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটি কখনো রাজনৈতিক শিষ্টাচারের ভাষা হতে পারে না। সেটি সম্পূর্ণ কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত।

“আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের ওপর ভিত্তি করে ইতিহাস রচিত হবে না। ইতিহাস রচিত হবে সত্যের ওপর ভিত্তি করে।”

নগরীর মোমিন রোডে বর্ষবরণ ও বৌদ্ধ কর্মী সভার আয়োজন করে কোতোয়ালী-বাকলিয়া থানা জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন।

জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের সভাপতি লায়ন পারিকা রানী বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান ও জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাথী উদয় কুসুম বড়ুয়া।

SCROLL FOR NEXT