রাজনীতি

খালেদার বৈঠক পেছাল

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন সূচি অনুযায়ী ১৭ অগাস্ট রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক দুটি হবে।

আগের ঘোষণা অনুযায়ী, বুধবার রাতে স্থায়ী কমিটি এবং পরদিন জোট নেতাদের সঙ্গে বসার কথা ছিল খালেদা জিয়ার।

তার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “এসব বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।”

শুক্রবার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সাংবাদিকদের বলেন, সরকার নির্দলীয় সরকারের বিল সংসদ পাস করলে বিএনপি আর আন্দোলন করবে না।

যদিও রমজানে বিভিন্ন আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বার বার বলেছেন, ঈদের পর কঠোর কর্মসূচি নিয়ে এগোবে বিরোধী দল।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখনো আশা করছি, সরকার সমঝোতার পথে ফিরে আসবে। নির্দলীয় সরকারের বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে। আমাদের নেত্রী ইতিমধ্যে বলেছেন, সরকার নির্দলীয় সরকারের দাবি মেনে নিলে আন্দোলন করার প্রয়োজন হবে না।”

আর সরকার দাবি না মানলে ‘আন্দোলন ছাড়া বিকল্প থাকবে না’ বলে মন্তব্য করেন ফখরুল।

কি ধরনের কর্মসূচি আসতে পারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা আন্দোলনকে চূড়ান্ত পর্যায় নিতে কর্মসূচি দেব।”

এদিকে আদালত নিবন্ধন বাতিল করায় বিএনপির জোটসঙ্গী জামায়াত মঙ্গল ও বুধবার টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে। বিএনপি ওই হরতালে সরাসরি সমর্থন না দিলেও মির্জা ফখরুল এর আগে এক বিবৃতিতে বলেছেন, রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল আদালতের মাধ্যমে নির্ধারিত হওয়া সঙ্গত নয় বলেই বিএনপি মনে করে।

১৮ দলীয় জোটের শরিকদের মধ্যে লেবার পার্টি জামায়াতের এই হরতালে সমর্থন দিয়েছে।

SCROLL FOR NEXT