রাজনীতি

হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর মৃত্যু

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

ধর্মভিত্তিক এ দলের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস নদভী জানান, ঢাকার ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকরা সোমবার সকাল সাড়ে ১১ দিকে নুরুল ইসলাম জিহাদীকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

হেফাজত নেতা জুবায়ের আহমদ জানান, শনিবার মাগরিব নামাজের পর জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষ করে রাতে খিলগাঁওয়ের বাসায় ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন তাদের মহাসচিব। ওই রাতেই তাকে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

“হুজুরের কিডনির সমস্যা ও হার্টে ব্লক ধরা পড়ে, তাকে আইসিইউতে রাখা হয়েছিল। চিকিৎসকরা প্রথমে অস্ত্রোপচার করতে চেয়েছিলেন, কিন্তু বয়সের কারণে তা না করে আইসিইউতে রেখেই চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।”

গত বছরের ১৩ ডিসেম্বর হেফাজত ইসলামের মহাসচিব নুর হোসাইন কাসেমী মারা যাওয়ার পর গতবছর ২৩ ডিসেম্বর সেই দায়িত্বে আসেন নুরুল ইসলাম জিহাদী।

সে সময় হেফাজতের আমির ছিলেন জুনায়েদ বাবুনগরী। গত ১৯ অগাস্ট তিনি মারা যাওয়ার পর এখন মুহিবুল্লাহ বাবুনগরী আমিরের দায়িত্ব পালন করছেন।

মাওলানা জুবায়ের জানান, জিহাদীর দেশের বাড়ি চট্টগ্রামে।তবে তাকে কোথায় দাফন করা হবে, সে সিদ্ধান্ত এখনও হয়নি।

SCROLL FOR NEXT