রাজনীতি

শিক্ষার্থী-অভিভাবকদের ধৈর্য‌ ধরতে বললেন কাদের

Byনিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ‌্যোগে আয়োজিত আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে একথা বলেন তিনি।

কাদের বলেন, “করোনাভাইরাসের এ সময়ে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকার এইচএসসি পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম পরিচালনার বিষয়টি এবং বিকল্প অপশনগুলো নিয়ে ভাবছে।

“জনস্বাস্থ্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার এ বিষয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবে। আমি শিক্ষার্থী ও অবিভাবকদের ধৈর্য‌্য ধারণের অনুরোধ করছি।”

স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা হয়েছে, যা দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর ঘোষণা করা হবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের, দেশ দুঃসময় পার করছে না, বিএনপির রাজনীতিতে চরম দুঃসময় চলছে।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি রকিবুর রহমান, মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কে এম শহীদ উল্যা, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

SCROLL FOR NEXT