রাজনীতি

জাপানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ফখরুলের টুইট

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

বুধবার ওই টুইটে তিনি লিখেছেন, “জাপানের ৯৯তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মান্যবর সুগাকে আন্তরিক অভিনন্দন এবং তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।”

বিএনপির পক্ষ থেকে দলীয় প্যাডে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথক বার্তায় জাপানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় নতুন প্রধানমন্ত্রীর আমলে বাংলাদেশ ও জাপান অংশীদারিত্বের ভিত্তিতে আর্থ-সামজিক অগ্রগতির সাফল্যের ধারা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।

জাপানের সাবেক মন্ত্রিপরিষদ সচিব সুগা বিদায়ী প্রধানমন্ত্রী শিনজে আবের স্থলাভিষিক্ত হলেন। অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৮ আগস্ট আবে প্রধানমন্ত্রীর পদ থেকে হঠাৎ করেই পদত্যাগ করেন।

এরপর ১৪ সেপ্টেম্বর জাপানের ক্ষমতাসীন জোটের সবচেয়ে বড় অংশীদার রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচিত হন সুগা।

SCROLL FOR NEXT