রাজনীতি

লাইফ সাপোর্টে নওগাঁর এমপি ইসরাফিল

Byনিজস্ব প্রতিবেদক

সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম লিটন চৌধুরী শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি অসুস্থ। তার মেয়ের সাথে কথা হয়েছে। লাইফ সাপোর্টে আছেন।

রাতে ইসরাফিলের স্ত্রী সুলতানা পারভীনের মোবাইলে ফোন করা হলে সংসদ সদস্যের ছোট বোন রুনু ধরেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”সম্প্রতি মা মারা গেছেন। এরপর বাড়ি থেকে ফিরে ভাই করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি এখন কোভডি-১৯ নেগেটিভ হলেও মানসিক ও শারীরিকভাবে খুবই দুর্বল। চিকিৎসকরা বলেছেন তার ফুসফুস ৩০ শতাংশ কাজ করতে পারছে।”

ইসরাফিলের ভাগ্নে মনোয়ার হোসেন ডন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মামার করোনাভাইরাস ধরা পড়ে গত ৬ জুলাই। ওই সময় তাকে স্কয়ার হাসপাতলে ভর্তি করা হয়।

একটু সুস্থ হয়ে উঠলে ঢাকার বাসায় চলে যান ইসরাফিল। ১৫ জুলাই নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস নেগেটিভ আসে।

পরে শ্বাস-প্রশ্বাসে সমস্যা বেড়ে গেলে ১৭ জুলাই আবারও স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় ইসরাফিল আলমকে।

শ্রমিক নেতা ইসরাফিল আলম ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হন। সেই সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি।

বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে আছেন তিনি।

ইসরাফিল আলমের জন্য নির্বাচনী এলাকার বাসিন্দাদের পাশাপাশি দেশের সবার দোয়া চেয়েছেন তার বোন রুনু।

SCROLL FOR NEXT